অফিস বয়ের দায়িত্ব ও অত্যাবশকীয় পালনীয়ঃ
A= চা+পানি, B=চা+বিস্কুট, C=লাঞ্চ, D=মুড়ি-চানাচুড়, E=তেহারী, F=কাচ্চি+ড্রিংস।
- সকাল ৯.৪৫ এর মধ্যে অফিস এবং এম ডি স্যারের রুমের টেবিল-চেয়ার পরিস্কার করে রাখা।
- সকাল ১০.৩০ এ সবাইকে কে চা-পানি (A) পরিবেশন করবে।
- এম ডি স্যার প্রবেশ করার সাথে সাথে তার হাত থেকে ব্যাগ নিয়ে উনার রুমে আগে আগে এসে ব্যাগ থেকে লায়পটপ বের করে সেট করে দিবে এবং সাথে সাথে ফ্যান ও এসি চালু করে দিতে হবে। তারপর উনাকে A পরিবেশন করতে হবে. এরপর স্যারের আর কিছু লাগলে তা করতে হবে।
- এম ডি স্যা্রের অনুপস্থিতিতে কোন অতিথি আসলে তাকে উনার রুমে বসতে দেয়া এবং তাকে A পরিবেশন করা।
- দুপুরে এম ডি স্যার এর সাথে মিটিং অবস্থায় কোন অতিথি থাকলে অতিথির জন্য এম ডি স্যার যদি কোন খাবার অর্ডার করেন তার ব্যবস্থা করা এবং ম্যানেজারের কাছ থেকে টাকা বুঝে নেয়া।
- অফিসের জানালা ও ডাইনিং টেবিল, থালা-বাসন,কাপ-গেলাস প্রতিদিন পরিস্কার করে রাখবে।
- সকালে সবার লাঞ্চের ওর্ডার সংগ্রহ করে সময় মত সেটা নিয়ে আসা ।
- দুপুর ১ঃ১৫ তে নামাজের জন্য মাদুর বিছানো এবং ১ঃ৩৫ এ মাদুর ঊঠানো।
- দুপুর ১ঃ৪০ এর মধ্যে সবাইকে দুপুরের খাবার পরিবেশন করা এবং ২ঃ০০ টার মধ্যে ডাইনিং টেবিল পরিস্কার করে ফেলা।
- আসর ও মাগরিবের নামাজের পূর্বে মাদুর বিছানো ও উঠানো।
- আসরের পর সবাইকে A পরিবেশন করা।
- অফিস ছুটির পর অফিসের জিনিস পত্র ঘুছিয়ে রাখা, লাইট-ফ্যান বন্ধ করা।
- সকলের লাঞ্চের হিসেব রাখা এবং ম্যানেজার কে দেয়া।
- অফিসের কেউ ব্যক্তিগতভাবে বাইরে থেকে কিছু আনার জন্য বললে তার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আসতে হবে।
- ছুটির দিনগুলো তে অফিস নিজ দায়িত্বে দেখে রাখা, কোন ছুটির দিনে অফিসে না থাকলে আগে থেকেই ম্যানেজার কে জানিয়ে রাখা।