ভিডিও এডিটর দায়িত্ব
- প্রজেক্ট ম্যানেজারের সাথে মিটিং করে প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া।
- মূল ভিডিও ফুটেজ এবং স্ক্রিপ্ট ভালোভাবে রিভিউ করে সর্বোচ্চ আউটপুট জেনারেট করার উদ্দেশ্যে করতে কাজ শুরু করা।
- ভিডিও ফুটেজ ম্যানিপুলেট করতে আধুনিক সব টেকনিক ব্যবহার করা।
- র' ফুটেজ সম্পাদনা করার সময় তা 'স্ক্রিপ্ট' অনুযায়ী হয়েছে (সিকুয়েন্স ঠিক আছে) সেটা নিশ্চিত করা।
- প্রয়োজনীয় ডায়ালগ, সাউন্ড ইফেক্ট, মিউজিক, গ্রাফিক্স এবং স্পেশাল এফেক্ট সন্নিবেশ করানো, সিকোয়েন্সিং ঠিক আছে এবং মসৃণ ভাবে চলছে তা নিশ্চিত করা।
- প্রজেক্ট ম্যানেজারের চাহিদা অনুযায়ী চূড়ান্ত ভিডিওর সঠিক কালার বিন্যাস এবং উপস্থাপনা নিশ্চিত করা।
- পুরো প্রকল্প জুড়ে প্রজেক্ট ম্যানেজার এবং প্রোডাকশন টিমের সাথে পরামর্শ করা (যখন প্রয়োজন হয়)।
- এডিটিং দক্ষতা বাড়ানোর জন্য সব সময় নতুন নতুন টেকনিক শেখা, অনুশীলন এবং প্রয়োগ করা।
- বিভিন্ন ক্যামেরার ভিডিওর কোড সম্পর্কে ধারণা থাকা।
অত্যাবশকীয় পালনীয়ঃ
- প্রতিদিন সকাল ১০ টার মধ্যে অফিসে এসে প্রজেক্ট ম্যানেজারের সাথে দেখা করে ঐদিনের Project বুঝে নেয়া (পেন্ডিং প্রজেক্ট থাকলে এসে সেটা শুরু করে দেয়া)।
- প্রাপ্ত Project অনুযায়ী To Do List তৈরি করা।
- ভিডিও ফুটেজ ম্যানিপুলেট করতে প্রয়োজনীয় সাউন্ড ইফেক্ট, মিউজিক, গ্রাফিক্স এবং স্পেশাল এফেক্ট জোগার করা।
- এডিটিং করার পুর্বে Script ভালোভাবে পড়ে নিয়ে কাজ শুরু করা।
- ১.২০-২.০০ টার মধ্যে নামাজ এবং দুপুরের খাবার শেষ করা।
- ঐ দিনের কাজ শেষ হলে Project Manager কে বুঝিয়ে দেয়া এবং পরবর্তী কাজ বুঝে নিয়ে কাজ শুরু করা । (মাস শেষে কতগুলো প্রজেক্ট সম্পন্ন হয়েছে তার হিসেব হবে তাই নিজ দায়িত্বে Proactively Project নেয়া)
- অনাবশ্যক আড্ডা-আলাপ না করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা।