ওয়েব ডেভেলপারের দায়িত্ব
- ওয়েবসাইট এবং সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন ডিজাইন, নির্মাণ, বা রক্ষণাবেক্ষণ।
- স্ক্রিপ্টিং বা অথরিং ল্যাঙ্গুয়েজ, ম্যানেজমেন্ট টুলস, কন্টেন্ট তৈরির টুল, অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল মিডিয়া ব্যবহার করে।
- ওয়েবসাইট আপডেট পরিচালনা বা সম্পাদন করা।
- test routines and schedules করা বা যাচাই করা যাতে নিশ্চিত করা যায় যে test’র ক্ষেত্রে বাহ্যিক ইন্টারফেসগুলি ঠিকঠাক মত অনুসরন করে এবং সমস্ত ব্রাউজার এবং ডিভাইস সাপোর্ট করে।
- ওয়েবসাইটের Content Edit করা, লেখা বা ডিজাইন করা এবং Content team কে নির্দেশনা দেওয়া।
- শিক্ষা, অধ্যয়ন, এবং সম্মেলন, কর্মশালা এবং গোষ্ঠীগুলিতে অংশগ্রহণের মাধ্যমে সর্বশেষ ওয়েব অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামিং অনুশীলনগুলির একটি বোঝার বজায় রাখা।
- Recovery’র জন্য ওয়েব সাইট থেকে local ডিরেক্টরিগুলিতে ফাইলগুলি ব্যাক আপ করা।
- গ্রাহকের সমস্যাগুলি সনাক্ত করা কিংবা গ্রাহক সমস্যার কথা জানালে সংশোধনের জন্য উপযুক্ত কর্মীদের কাছে প্রেরণ করা।
- গ্রাহকের চাহিদা নিশ্চিত করতে প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পরীক্ষা করা।
অত্যাবশকীয় পালনীয়ঃ
- প্রতিদিন সকাল ১০ টার মধ্যে অফিসে এসে প্রজেক্ট ম্যানেজারের সাথে দেখা করে ঐদিনের Project বুঝে নেয়া (পেন্ডিং প্রজেক্ট থাকলে এসে সেটা শুরু করে দেয়া)।
- প্রাপ্ত Project অনুযায়ী To Do List তৈরি করা।
- ১.২০-২.০০ টার মধ্যে নামাজ এবং দুপুরের খাবার শেষ করা।
- ঐ দিনের কাজ শেষ হলে Project Manager কে বুঝিয়ে দেয়া এবং পরবর্তী কাজ বুঝে নিয়ে কাজ শুরু করা । (মাস শেষে কতগুলো প্রজেক্ট সম্পন্ন হয়েছে তার হিসেব হবে তাই নিজ দায়িত্বে Proactively Project নেয়া)
- অনাবশ্যক আড্ডা-আলাপ না করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা।